গত ১৪-০৭-২০২৫ খ্রিঃ তারিখে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে একটি আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। "ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ণ" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবছরের বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জনাব সৈয়দ তালহা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি জনাব এস, এম, মফিজুল ইসলাম জুম্মান প্রমুখ। সভায় উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাহের বিভিন্ন পর্যায়ের কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিগত সময়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য বিভিন্ন ক্যাটারিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস